চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বাসচাপায় রিয়া মজুমদার (২৪) নামের এক তরুণী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া মজুমদার গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে নামার সময় রিয়া সড়কে পড়ে যান। ঠিক সে মুহূর্তে দ্রুতগতির আরেকটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে।


