চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের রাউলিবাগে আগুনে পুড়ে গেছে মুরগি ও গরুর খামার।
বুধবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে রাউলিবাগ এলাকায় মরহুম আশরাফ আলীর নতুন বাড়িতে তার বড় ছেলে শহিদুল ইসলামের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম বলেন, তার খামার পুড়ে ছাই হয়ে গেছে।
প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামরুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।


