মিরসরাই সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম (৪৭) বিরুদ্ধে ২ লক্ষ টাকার গাছ চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ভুক্তভোগী ইমাম হোসেন মিরসরাই থানায় অভিযোগ দিয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ইমাম হোসেনের ক্রয়কৃত জায়গা থেকে সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম গত ২ এপ্রিল রাতে গাছ কেটে নিয়ে যায়। এছাড়া ক্ষমতার দাপড় দেখিয়ে বাউন্ডারি ওয়ালের ক্ষতি সাধন করে।
ভূক্তভোগী ইমাম হোসেন জানান, সহিদুল ইসলাম আওয়ামী লীগের আমলের মেম্বার ছিলো। ক্ষমতা অপব্যবহার করে নানা অনিয়ম করেছে তালবাড়ীয়া এলাকায়। এখন নতুন করে গাছ চুরিসহ বিভিন্ন অপকর্ম করছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, অভিযোগটি সত্য নয়। গাছ গুলা জায়গার মালিক থেকে ক্রয় করছে বলে জানান তিনি।
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গাছ কাটার ঘটনায় সকালে একজন অভিযোগ করেছে। পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।