সেলিম উদ্দীন, ঈদগাঁও: প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে বিএনপি নেতার বসতঘর। প্রানহানির মত কোন ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়েছে ঘরে রক্ষিত ২ লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ মালামাল।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) ভোর রাত ৪ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র, বিএনপি নেতা সিরাজুল হক প্রকাশ সিরাজ সওদাগরের বসতঘরে ঘটে এ ঘটনা। একইদিন বিকেলে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত সিরাজ সওদাগর বলেন, ঐ দিন ভোর রাতে হঠাৎ প্রচন্ড গরম অনুভব হওয়ায় তার ঘুম ভেঙে যায়। একপর্যায়ে সামনের দরজা খোলার চেষ্টা চেলায় তিনি। এসময় বাহির থেকে দরজা আটকানো থাকায় তিনি পিছনের দরজা খোলার সাথে সাথে গুলির শব্দ পেয়ে শোরচিৎকার দিলে আশে-পাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষনে সম্পুর্ন ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এলাকার লোকজন এগিয়ে এসে পরিস্থিতি ও আগুন নিয়ন্ত্রণ করে।
সিরাজুল হকের অভিযোগ, জমি-জমার বিরোধ নিয়ে পাশ্ববর্তী ঘরের লোকজন তাকে পুড়িয়ে মারতে ঘরে আগুন দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব। তিনি পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবীও জানান।
জানতে চাইলে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, ওসি স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্ত বসতঘর (পুড়া ঘর) দেখেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নির্নয় করা হয়েছে। দ্রুত সময়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।