“জলবায়ুর সুবিচার এখানেই, এখনই” স্লোগানে ১১ এপ্রিল বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ৩৪টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে ফ্রাইডে’স ফর ফিউচার’র জলবায়ু ধর্মঘট কর্মসূচিতে অংশনেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর। এতে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন এ এম মাহবুব চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, প্রাবন্ধিক নেছার আহমেদ খান। উপস্থিত ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুর ইসলাম ইরফান, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আহমেদ রেজা চিশতি, আমজাদ হোসেন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ইরফান। ফুটন্ত ফুলের আসর পরিবেশ ও জলবায়ু সচেতন করতে বিভিন্ন প্ল্যাকার্ড তেরিনকরে। ‘পুকুর নদী ধ্বংস করে, বর্জ্য ফেলে কারা, জীবন কি আর বাঁচতে পারে; পানির নহর ছাড়া? ‘পানি ছাড়া ফুল ফুটে না, সেই পানিতে বিষ, বৃষ্টি কমে ফি বছরে; চিন্তা অহর্নিশ সুন্দর পরিবেশ রক্ষার দায়িত্ব আমার! আপনার!! সবার!!! আমাদের পানি দূষিত বায়ু দূষণের ভারে ক্লান্ত!! সুখময় জীবনের জন্য আর দেরি নয়! শুরু করি সবুজের বুনন!


