চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে উপাচার্য দপ্তরে বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১.৩০টায় সাক্ষাৎ করেছেন আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব মুর্তুজা জুলকার নাইন নোমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক ও চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। মাননীয় উপাচার্য আগত অতিথিবৃন্দকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেছেন। আগত অতিথিবৃন্দ মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রম করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আইসিটি ডিভিশনের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, আইসিটি ডিভিশনের এবং idea (আইডিয়া) প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট ও অপারেশন স্পেশালিস্ট (টিম লিডার) সিদ্ধার্থ গোস্বামী।


