চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের উদ্যোগে পরিবেশ বিজ্ঞান বিষয়ের গ্র্যাজুয়েটদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি চবি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনসিসি সমন্বয়ক কর্মকর্তা ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এ উপলক্ষে আগামী শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ক্যাম্পাসে দিনব্যাপী গ্র্যাজুয়েটদের মিলনমেলা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ ইয়াহ্ইয়া আখতার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


