মিরসরাই প্রতিনিধি: মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, পারটেক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরনবী আজাদের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুরুল আবছার (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বার্ধক্যজনতি কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। একইদিন বাদ মাগরিব মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, মরহুমের বড় ছেলে নুরনবী আজাদ। জানাযায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন। প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়ে উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


