খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির বার্ষিক ফলাফল—২০২৫, বার্ষিক চারুকলা প্রদর্শনী ও স্বল্পমেয়াদী আবৃত্তি ও থিয়েটার প্রশিক্ষণ— ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গণে এসব অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার এবং প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক আ.ফ.ম মোদাচ্ছের আলী, প্রধান বক্তা ছিলেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক। এতে প্রতিষ্ঠান প্রধান ছোটন নাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় শিশু নিকেতন ও একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করেন। এতে প্রধান অতিথি কেডিএস গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং পটিয়ার এই ঐতিহ্যবাহী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকান্ডকে আরো এগিয়ে নেয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী—অভিভাবক উপস্থিত ছিলেন।


