ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার নিয়ে মতভেদ থাকায় শেষ পর্যন্ত ঋণের পথেই এগোয় ইইউ।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে একদিনেরও বেশি আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী দুই বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে এই ঋণ সহায়তা করবে বলে জানিয়েছেন ইইউ নেতারা।
এই ঋণ ইইউ’র সম্মিলিত বাজেটের গ্যারান্টিতে দেয়া হবে উল্লেখ করে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা বাস্তবায়ন করেছি।’
রাশিয়ার প্রায় ২০০ বিলিয়ন ইউরোর জব্দকৃত সম্পদ ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যেখানে এই সম্পদের বড় অংশ সংরক্ষিত, সেই বেলজিয়াম অন্যদেরও আইনি ঝুঁকি নেয়ার নিশ্চয়তা চাইলে অন্যান্য সদস্য দেশগুলো তাতে সম্মত হয়নি। ফলে ইইউ নেতারা জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার না করে ঋণের মাধ্যমে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্ত ইইউকে ‘বিশৃঙ্খলা ও বিভাজন’ থেকে রক্ষা করেছে বলে মনে করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পুনরায় সংলাপে বসা ইউরোপের জন্য ‘কার্যকর’ হতে পারে। ইউরোপ ও ইউক্রেনের স্বার্থেই সঠিক কাঠামোর মধ্যে আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে অর্থ সহায়তা না পেলে ইউক্রেনকে ড্রোন উৎপাদন কমাতে হতে পারে। ইইউ’র হিসাব অনুযায়ী, আগামী দুই বছর টিকে থাকতে ইউক্রেনের প্রয়োজন হবে অতিরিক্ত ১৩৫ বিলিয়ন ইউরো।
রাশিয়া এর আগে ইইউকে তাদের জব্দকৃত অর্থ ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছিল। আর এই চুক্তি এমন এক সময়ে হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছেন।
সূত্র: বিবিসি


