হযরত মাওলানা আবদুস সত্তার শাহ্ সামাজিক ও মানবিক সুন্নী সংগঠনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ই অক্টোবর (শুক্রবার) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন নারিশ্চা গ্রামে হযরত মাওলানা আবদুস সত্তার শাহ্ মাজার মাঠে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা আবদুস সত্তার শাহ্ সামাজিক ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ আহসানুল হুদা সাব্বির এর সভাপতিত্বে ও মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা করিম উদ্দিন নুরী সাহেব,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, মাওলানা নাসির উদ্দীন আলকাদেরী, মাওলানা ইমতিয়াজুল হক।
সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় আশরাফুল আলম তুহিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় রিমনুল ইসলাম, এবং তাদের নেতৃত্ব ৩১সদস্যের একটি কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে খতমে কুরআন ও খতমে গাউছিয়া শরীফের মাধ্যমে শুরু হয়। এসময় বক্তারা বলেন মানবিক কাজ করতে অনেক অর্থ সম্পদের প্রয়োজন হয় না, যদি একটি সুন্দর মন মানসিকতা থাকে। এসময় প্রধান উপদেষ্টার বক্তব্যে বলেন যতদিন ওনি এবং ওনার পরিবার বেঁচে থাকবেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যাতে দশের কল্যান হয় এই সংগঠনের মাধ্যমে।অনুষ্ঠান শেষে শপথ পাঠ ও তবরুক বিতরণ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


