রাউজানের নোয়াপাড়ায় ফাঁসিতে ঝুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম প্রিয়াঙ্কা সেন (২৭)।
তিনি স্থানীয় যামিনী বৈদ্য বাড়ির রানা সেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে বসতঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকা ওই গৃহবধূকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই নারীকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরিবারটি ওই এলাকার বাতা মাস্টারের ঘরে ভাড়ায় থাকতো বলে জেনেছি।