ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসতে থাকা ট্রলার থেকে ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে তাদের উদ্ধার করে কক্সবাজার উপকূলে আনা হয়। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি খাবার সরবরাহ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৩শে এপ্রিল এফভি ‘সজীব-১’ নামক একটি ফিশিং ট্রলার ভোলার মনপুরা থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ২৮শে এপ্রিল বিকল হয়ে যাওয়া ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে জানায়। এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা।
খবর পেয়ে নৌ-বাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীন, (এনডি), পিএসসি, বিএন এর নেতৃত্বে তৎক্ষণাৎ সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ২৯শে এপ্রিল ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। এরপর তাদের কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়।