শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত হজরত শাহ ছুপি সৈয়দ মাগন হাজী (রঃ) এর মাজারের পাশে রাউজানের সাপলঙ্গায় হজরত মাগন হাজী (রঃ) জামে মসজিদ নির্মান কাজ শুরু করা হয়েছে । গতকাল ২৬ মে শুক্রবার সকালে রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন । এসময়ে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু বক্কর, সৈয়দ বাবুল, লোকমান হোসেন, আবু তাহের মনু সওদাগর, মহিউদ্দিন । মসজিদের নির্মান কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন সাহানগর সিকদার মাতা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সহায়তায় ৫০ লাখ টাকা ব্যয়ে সৈয়দ মাগন হাজী জামে মসজিদের নির্মান কাজ শুরু করা হয়েছে । রাউজানের কলমপতিতে মাদকের আখড়া গড়ে উঠেছে মদ্যপায়ীূ মাতালদের অত্যাচরে অতিষ্ট এলাকাবাসী শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি এলাকায় কয়েকটি স্পটে প্রতিদিন রাতেই মাদক বিক্রয় করা হচ্ছে অবাধে। এছাড়া ও কলমপতি এলাকার পাশ্বর্বতী রাউজান পৌরসভ্রা ৯নং ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড়ে প্রতিদিন রাতেই মাদক ব্যবসায়ীরা অবাধে মাদক বিক্রয় করে আসছে । ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি ও রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রুদ্র পাড়া এলাকায় ও প্রতিদিন মাদক বিক্রয় করে মাদক ব্যবসায়ীরা । ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি এলাকা ও দক্ষিন হিংগলা এলাকা দিয়ে কলমপতি স্কুল সড়ক, নাগেশ্বর গার্ডেন সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক দিয়ে প্রতিদিন রাতেই পাহাড়ী এলাকা থেকে আনা পাহাড়ী চোলাই মদ সিএনজি অটোরিক্সায় করে কার মাইক্রোবাস ভর্তি করে রাউজানের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাচার করে মাদক পাচারকারীরা । পাহাড়ী চোলাই মদ এর সাথে মাদক ব্যবসায়ীরা কিশোর ও মহিলা দিয়ে ইয়াবা ট্যবলয়েট বিক্রয় ও পাচার করে আসছে । কলমপতি এলাকায় মাদকের আস্তানায় এসে মাদক সেবীরা মাদক সেবন করে মাতলামী করে। মাদক সেবন করার পর এলাকার চুরির ঘটনা সংগঠিত করে আসছে । মাদক সেবীদের অত্যাচারে এলাকার সাধারন মানুষ গোয়াল ঘরের গরু, ঘরের আসবাব পত্র, মসজিদের মাইক ও মাইকের সরঞ্জাম রাত জেগে পাহাড়া দিয়ে আসছে । ইতিমধ্যে কলমপতি দক্ষিন হিংগলায় কয়েকটি মসজিদ থেকে মাদক সেবী চোরের দল রাতেই মাইকের ব্যাটারী, সোলার প্যানেলের ব্যাটারী, কাদের মুন্সির গোয়াল ঘর থেকে গরু, আবু তাহেরের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় । কয়েকদপে কলমপতি কমিনিউটি ক্লিনিক থেকে ঔষধ, খাতাপত্র, পানি তোলার মোটর চুরি করে নিয়ে যায় । কলমপতি এলাকায় রাতেই মদ্যপায়ী মাতাল ও মাদক ব্যবসায়ীদের ভয়ে এলাকার সাধারন মানুষ আতংকের মধ্যে জীবন যাপন করছেন । কোরবানীর ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে রাতেই ডেইরী ফার্মে ও এলাকার বাসিন্দ্বাদের গোয়াল ঘরের গরু পাহাড়া দিচ্ছে গরুর মালিকেরা । গত ২৫ মে দিবাগত রাতে কলমপতি স্কুল সড়ক দিয়ে পাহাড়ী চোলাই মদ নিয়ে যাওয়ার সময়ে মাদক ব্যবসায়ীদের এলাকার লোকজন ধাওয়া করে । ঐ সময়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্দ্বকারে দুই বস্তা পাহাড়ী চেলাই মদ ফেলে পালিয়ে যায় । পরে এলাকার লোকজন রাউজান থানার পুলিশকে সংবাদ দিয়ে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া দু বস্তা পাহাড়ী চোলাই মদ পুলিশের কাছে দিয়ে দেয় । এলাকার বাসিন্দ্বারা তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, কলমপতি এলাকায় প্রতিদিন রাতে মাদকের আস্তানায় অবাধে মাদক বিক্রয় করে কয়েকজন মাদক ব্যবসায়ী । এলাকার বাসিন্দ্বারা অভিযোগ করে আরো বলেন, রাতেই কলমপতি এলাকা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের দখলে থাকে । স্থানীয় মেম্বার ওবাইদুল হক চৌধুরী এলাকায় থাকেনা । স্থানীয় মেম্বার ওবাইদুল হক চৌধরী রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডেূর ঢেউয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে। কলমপতি এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্বে স্থানীয়রা কেউ প্রতিবাদ করার সাহস করছেনা । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, রাউজানে পুলিশ মাদকের বিরুদ্বে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে । মাদক ব্যবসায়ী যে হউক না কেন তাদের বিরুদ্বে অভিযান চালানো হবে । গত ১৮ মে রাউজান উপজেলা আইন শংখলা কমিটির সভায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপিতার বক্তব্যে বলেন, রাউজানে মাদক ব্যবসায়ী মাদক সেবী যে হউক না কেন তাদের ধরে রাউজানকে মাদকমুক্ত করতে হবে । রাউজানে গরু চুরি রোধে পুলিশ, গ্রাম পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে ।
রাউজানের সাপলঙ্গা হযরত মাগন হাজী (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজ শুরু

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন