কর্ণফুলীর ব্রিজঘাট বাজার থেকে মইজ্জারটেক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান চালানো হয়।
প্রায় ৭ ঘণ্টা অভিযানের পর বিকেল সাড়ে ৫টার দিকে এ উচ্ছেদ অভিযান শেষ হয়। এর আগে ২৩ মে একই জায়গায় প্রথম দফা উচ্ছেদ অভিযান চালায় সিডিএ।
দখলমুক্ত এলাকায় সীমানা প্রাচীরের কাজও শুরু করছে প্রতিষ্ঠানটি।
অভিযানের নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
তিনি জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাট থেকে মইজ্জারটেক পর্যন্ত জায়গাটি সিডিএর মালিকানাধীন। সেখানে অবৈধভাবে দোকান বানিয়ে দীর্ঘদিন স্থানীয় একটি সিন্ডিকেট দখলে রেখেছিল। দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করছি। সেখানে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে।