শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৬নং বিনাজুরী ইউনিয়নের পুর্ব বিনাজুরী জলদাশ পাড়ার পাশে গড়ে তোলা হয়েছে ভন্ড বৈদ্য জালাল উদ্দিনের আস্তানা । ভন্ড বৈদ্য জালাল উদ্দিনের আস্তানায় প্রতিদিন রাউজানের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ আসেন। ভন্ড বৈদ্য জালালের আস্তানায় আসলে ভন্ড বৈদ্য জালাল তার আস্তায় আসা নারী পুরুষকে বিভিন্ন প্রকার জটিল রোগ থেকে মুক্তি পেতে ঝাড়, ফুক তাবিজ দিয়ে প্রতারনা করে হাতিয়ে নেয় টাকা । আস্তানায় আসা নারীদের দাম্পত্য কলহ, নিরসন, জীন, পেত্নির আসর থেকে মুক্ত করতে অবিবাহিত মহিলাদের বিবাহ হওয়ার জন্য ঝাড়ঁ ফুক, তাবিজ দিয়ে সহজ সরল নারীদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা । আস্তানায় আসা নারী পুরুষদের সাথে প্রতারনার কৌশল হিসাবে আস্তানায় বসানো আসনের উপরে বিশ্ব অলি শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর ছবি, হজরত আবদুল মালেক শাহ (রঃ) এর ছবি টাঙ্গিয়ে রাখা হয়েছে । ভন্ড বৈদ্য জালালের বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় রাঙ্গুনিয়ায় ও ভন্ড বৈদ্য জালালের রয়েছে আস্তানা । ভন্ড বৈদ্য জালাল তার ১শ স্ত্রী ও সন্তানদের রাঙ্গুনিয়া এলাকায় রেখে গোপনে রাউজানের কাগতিয়া এলাকা থেকে আরো একটি বিবাহ করেন । ২য় স্ত্রীকে নিয়ে বসবাস করার জন্য রাউজানের পুর্ব বিনাজুরী জলদাশ পাড়ার পাশে জমি ক্রয় করে গত ৫ বৎসর পুর্বে টিনের ছাউনি টিনের বেড়া দিয়ে একটি বসত ঘর নির্মান করেন। ভন্ড বৈদ্য জালাল তার নির্মান করা ঘরের সামনের বারান্দায় আসন বসিয়ে ঝাড়, ফুক, তাবিজ দেওয়ার নাম দিয়ে প্রতারনা করে আসাÍানায় আসা নারী পুরুষদের কাছ থেকে প্রতিনিয়ত বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে বলে এলাকার বাসিন্দ্বারা অভিযোগ করেন । ভন্ড বৈদ্য জালালের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে, তার বাড়ী রাঙ্গুনিয়া বলে দাবী করে বলেন, আমি অনেক দিন ধরে ঝাড়, ফুক, তাবিজ দিয়ে আস্তানায় আসা নারী পুরুষদের বিভিন্ন সমস্যা সমাধান করছি । ভন্ড বৈদ্য জালালের প্রতারনার ফাদেঁ পড়ে নিস্ব হচ্ছে নারী ও পুরুষ । এ ব্যাপারে স্থানীয় মেম্বার পল্টন দেব বলেন, ভন্ড বৈদ্য জালালকে ভন্ডগীরি করতে একাধিকবার নিষেধ করা হয়েছে । এ ব্যাপারে বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বলেন, আমি সংবাদ পেয়ে ভন্ড বৈদ্য জালালকে গ্রাম পুলিশ দিয়ে ধরে এনেছি । আর কোনদিন ভন্ডগীরি ও ঝাড়ঁ ফুক, করবেনা বলে অঙ্গিকার নামা নিয়ে তাকে ছেড়ে দিয়েছি ।
ভন্ড বৈদ্যের প্রতারণায় নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন