চট্টগ্রামের প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,বর্ষীয়াণ সাংবাদিক জনাব হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার সকালে কক্সবাজারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।