জুটি হিসেবে ‘বিগ বস্’-এর ঘরে প্রবেশ করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও তার স্বামী ভিকি জৈন। সালমান খানের সেই রিয়্যালিটি শোয়ে পা রাখার পর থেকেই প্রশ্নের মুখে তাদের দাম্পত্য জীবন। ‘বিগ বস্ ১৭’-র ঘরে পরপর অশান্তির ঝড়ঝাঁপটা অঙ্কিতা-ভিকির মধ্যে। ঝগড়া থেকে শুরু করে একে অপরের প্রতি কটূক্তিসহ কিছুই বাদ রাখেননি তারা। তবে এবার চরম সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বিগ বস্-এর ঘরেই স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদ চাইলেন অভিনেত্রী। ছত্তিশগড়ের শিল্পপতি ভিকিকে বিয়ে করেন অঙ্কিতা। যদিও তার আগে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তারা। চলতি সপ্তাহে বিগ বস্-এর ঘরে ফের অঙ্কিতাকে দোষারোপ করতে শুরু করেন ভিকি। অভিনেত্রীর স্বামী বলেন, তুমি একটা বিবাহিত পুরুষের সমস্যা কখনই বুঝতে পারবে না।
সেটা মুখে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, কোন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। স্বামীর ক্ষোভ শুনে ঝাঁঝিয়ে ওঠেন অভিনেত্রী। অঙ্কিতা চরম সিদ্ধান্ত নিয়ে বলেন, আমার মনে হয় আমি তোমার সঙ্গে আর বাড়ি ফিরে যেতে চাই না। এতই যদি কষ্ট দয়া করে বিয়েটা এবার ভেঙে দাও। এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তার মৃত্যুর পর পরই বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। কয়েক বছর ভালোই চলেছে সংসার। তবে এবার তাদের বিয়ে ভাঙার এমন খবর নিয়ে নানা আলোচনা চলছে নেটদুনিয়ায়। অনেকেই মনে করছেন দ্রুতই আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা উচিত।