দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের অলি-গলিতে বইছে নির্বাচনী আমেজ।
শনিবার (২৩ ডিসেম্বর) ৩৭নং ওয়ার্ডের এম এ আজিজ কবরস্থান থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন প্রার্থী জিয়াউল হক সুমন।
এদিন হাজারো মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে গণসংযোগটি আনন্দবাজার, চৌচালার মোড়, হুজুর বাড়ি, আনন্দবাজার, জাফর খান পাড়া, মুন্সিপাড়া, আদর্শ পাড়া, ধোপার দিঘী, চান্দার পাড়া, জোড় পুকুর পাড়, ভেন্ডা চৌধুরী পাড়া, আকবর থানাধারের বাড়ি, সিদ্দীক মুন্সির বাড়ি ঘুরে কইস্স্যা পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন জিয়াউল হক সুমন। বলেন, ‘সরকারি উচ্চ বিদ্যালয় নেই, কোনো মতৃসদন নেই, খেলাধুলার মাঠ নাই- এছাড়া কোথায় কি নেই আপনাদের ওয়ার্ড তথা সমগ্র আসনে, সবকিছু আমি সমাধান করবো। এমন না যে আমার হেঁটে হেঁটে জানতে হবে। নির্বাচিত হলে আপনারা বলার আগেই সমস্যা সমধান করবো ইনশাআল্লাহ’।
গণসংযোগ বন্দর থানা আওয়ামী লীগ নেতা এনামুল হক মুনিরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম,
বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মো.ইলিয়াস, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাজী আবদুল মান্নান, ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব শরীফ, ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো আলমগীর, আবুল হোসেন, নুরন্নবী, আবদুল মান্নান, মোজাম্মেল হোসেন নান্টু, মোতালেব, লোকমান, তাহের, মো. ফেরদৌস, রাশেদসহ অত্র ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।