চলতি বছর অডিও-ভিডিওর পাশাপাশি বেশকিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ‘নাকফুল’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ফেরারী ফরহাদের কথায় গানটির সুর করেছেন শামীম। সংগীতায়োজন করেছেন আনিক আল নোমান। আর পূজার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ। ‘নাকফুল’ পরিচালনা করেছেন আলোক হাসান। বেঙ্গল মাল্টিমিডিয়ার এ ছবিতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। ছবির টাইটেল গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে পূজা বলেন, খুব সুন্দর কথা-সুরের একটি গান। আমার নিজের খুব ভালো লেগেছে। গানটি প্রকাশ হলে সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।
এদিকে পূজা বর্তমানে ব্যস্ত রয়েছেন স্টেজ শো ও রেকর্ডিং নিয়ে। সর্বশেষ কয়েকদিন আগে সিএমভি’র ব্যানারে প্রকাশ হয়েছে ইমরানের সঙ্গে পূজার নতুন গান ‘চোখে চোখে’। এ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পূজা জানালেন, কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে তার। নতুন বছরেই সেগুলো একে একে প্রকাশ করতে চান।