দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেছেন ‘গায়ে মুজিব কোট পড়ে জামাত বিএনপির লোকজন নিয়ে মিরসরাইয়ে জনসমাগম করছে স্বতন্ত্র প্রার্থী। তারা চায় নির্বাচন বানচাল করতে। তা করতে দেওয়া হবেনা। মুজিব কোট পড়লে সবাই আওয়ামী লীগ হয়না। স্বতন্ত্র প্রার্থীরা মুজিব কোট পড়ে আওয়ামী লীগের সাথে বিদ্রোহী করতেছে। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন। আমিও থাকবো। সপ্তাহে দু’বার আমি মিরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো।’ রবিবার (২ জানুয়ারি) মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ড নাজিরপাড়া গ্রামের মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক মেয়র শাহজাহান, উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি সিরাজদৌল্লা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোজাহের হোসেন সোহেল, আনোয়ার হোসেন সুজন, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, পৌরসভার কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল বিন নিজাম সহ নেতাকর্মীরা।
মুজিব কোট পড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা : রুহেল

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন