শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপে হলদিযা ইউনিয়নের উত্তরসর্তা, গর্জনিয়া, হলদিয় হচ্ছার ঘাট, দক্ষিন ক্ষিরাম, বৃকবানুপুর, বৃন্দ্বনপুর,গলাচিপা, এয়াসিন নগর, জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, কেউকদাইর, রোয়াইঙ্গা বিল, পুর্ব ডাবুয়া, সুড়ঙ্গা,হাসান খীল, হিংগলা, কলমপতি দক্ষিন হিংগলা, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়া, দক্ষিন সর্তা, সন্দ্বীপ পাড়া, চিকদাইর, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতায়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের নদীম পুর, ইন্দ্বিার ঘাট, ফতেহ নগর, রাউজান পৌরসভার দক্ষিণ গহিরা, পশ্চিম গহিরা, পুর্ব গহিরা, পশ্চিম সুলতানপুর, সরতের দোকান, সন্দ্বীপ পাড়া, সুলতানপুর কাজী পাড়া, ছিটিয়া পাড়া, ছত্র পাড়া, দলিলাবাদ, সাহানগর, সাপলঙ্গা, ঢেউয়া পাড়া, হাজী পাড়া শরীফ পাড়া, পশ্চিম রাউজান, পুর্ব রাউজান, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রানী পাড়া শমশের নগর, রশিদা পাড়া কেউটিয়া, জয়নগর, খলিলাবাদ, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, ভোমর পাড়া, পশ্চিম কদলপুর, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বইন, ইদিলপুর, রাউজান পৌরসভার আইলী খীল, ওয়াহেদের খীল, ঢালারমুখ, এলাকা সমুহে ফসলী জমি থেকে পাকা আমন ধান কাটার পর ফসলী জমিতে বোরো ধানের চাষাবাদ করছে কৃষকরা । খাল নদী, গভীর নলকুৃপের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে কৃষকরা জমিতে বোরো ধান রোপন করছে। উপজেলার পশ্চিম গুজরা, পুর্ব গুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজ তলায় আমন ধানের চারা তৈয়ার করা হলে ও এখনো ঐ সব এলাকায় বোরো ধানের চারা রোপন করেনি কৃষকরা । আরো একমাস পর পুরোদমে বোরো ধানের চারা রোপন করবে কৃষকরা । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকার কৃষক এসকান্দর বলেন, পাশ্ববর্তী রইছড়ি খালের মধ্যে এলাকার কৃষকরো সকলেই মিলে মাটির বাধ দিয়ে উজান থেকে নেমে আসা পানি আটক করেন । রইছড়ি খালের আটক করা পানি মাটির মধ্যে নালা খনন করে নালা দিয়ে ফসলী জমিতে এনে ঢালারমুখ, কাজী পাড়া, রাবার বাগান, এলাকায় ৩০ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেন । কৃষক এসকান্দর আরো বলেন এলাকার সকল কৃষক জমিতে বোরো ধানের চারা রোপন করছে । কৃষক এসকান্দর ২একর ৪০ শতক জমিতে বোরো ধানের চারা রোপন করছেন । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় এবৎসর ৪ হাজার ৮শত ১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে । বর্তমানে ১২ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে । বেরো ধান রোপন কার্যক্রম চলছে। বোরো ধান রোপন কার্যক্রম চলমান রয়েছে ।
রাউজানে বোরো ধানের চারা রোপন শুরু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন