চন্দনাইশের বৈলতলীতে আগুনে পুড়ে গেছে এক খামারির ১২টি গরু।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে বুড়ির দোকান এলাকায় আবদুল গফুরের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুনায়েদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুন বেশিক্ষণ স্থায়ী না হলেও ধোঁয়ার কারণে সব গরু মারা গেছে।