মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।
কাপ্তাই উপজেলা সদরের বসবাসরত প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেনের হাঁসের খামারে ধরা পড়া ১৪ ফুট লম্বা গোলবাহার নামক অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন রেঞ্জ অফিসার আবু সুফিয়ান। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে স্থানীয় কয়েকজনের সহায়তায় অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন। তিনি আরও জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর রাত ৩টা থেকে আমরা অজগর সাপটিকে ধরার চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর প্রায় সাড়ে ৫ টায় অজগর সাপটিকে স্থানীয়দের সহায়তায় ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, একইদিন বেলা সাড়ে ১১টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করে কাপ্তাই বন বিভাগ। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইংখিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাড়িঁর স্টেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাঁসের খামারে আটক বিশাল অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন