শফিউল আলম, রাউজানঃ তীব্র তাপদাহের কারণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট‘র উদ্যোগে সারাদেশ ব্যাপী চলছে শরবত বিতরণ কার্যক্রম। সে ধারাবাহিকতায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সর্তারকুল দায়রা শাখার উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে।
২৭ এপ্রিল শনিবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আমির হাট বাজারে পথচারীদের এই শরবত পান করাতে দেখা যায়। কমিটির সদস্যরা ডেকে ডেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করছেন। ছোট বড় নারী পুরুষ শরবত পানের মাধ্যমে তৃষ্ণা মিটাতে দেখা যায়। পথচারী বদিউল আলম বলেন, এ উদ্যেগ সত্যি প্রশংসনীয়। এ উত্তপ্ত গরমে শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মাষ্টার মোহাম্মদ আলী, সংগঠনের সভাপতি ওসমান গনি মুরাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সৈয়দুল আলমসহ অনেকেই।
রাউজানে হক কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন