জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সভায় বক্তারা
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের উদ্যোগে বিশ্ব মা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সংস্থার চেয়ারম্যান বিলকিস আখতার চৌধুরীর সভাপতিত্বে গত ১২ মে দুপুরে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্যবৃন্দ সৈয়দা আমেনা সিদ্দিকা, ববিতা বড়ুয়া, নাজিয়া বিনতে আবেদীন, রৌশন আক্তার। জেলা কর্মকর্তা শাহানা পারভীন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, রুশ্নি আক্তার সায়মা নওশীন লুনা, দেলোয়ারা বেগম সুমি, আলমগীর খান নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, সেকান্দার খান, খুরশিদা বেগম এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন মায়ের তুলনা মা। মায়ের জন্য কোন বিশেষ দিন বা দিবসের প্রয়োজন হয়না। মাকে প্রতিদিন সেবা, যতœদানের বিনিময়ে প্রতিটি সন্তানকে আরো যতœশীল এবং দায়িত্ববান হতে হবে। একজন মায়ের অবদান পৃথিবীতে অতুলনীয়। সন্তানের সকল রকম বিপদে একজন মা পরম অভিভাবক হিসেবে আজন্ম যে অপরিসীম দায়িত্ব পালন করে তার কোন তুলনা নেই। তিনি প্রতিটি সন্তানকে মা ও বাবার প্রতি আরো যতœশীল দায়িত্ব পালনের আহবান জানান। প্রতিটি মাকেই সম্মান প্রদানে আমাদেরকে আরো সচেতন হতে হবে।