ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ মে ২০২৪ সকাল ৯:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব এ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইসিটি সেলের পরিচালক এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম সেক্রেটারিয়েট এর ন্যাশনাল কো অর্ডিনেটর মোঃ লতিফুল কবির।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত টিমের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি টিমের প্রতিটি সদস্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে উপস্থাপিত তাদের ভিশনারি আইডিয়াকে স্বাগত জানান। মাননীয় উপাচার্য পুরস্কারপ্রাপ্ত অর্থ প্রতিটি টিম যথাযথভাবে কাজে লাগিয়ে তাদের উদ্ভাবনী মেধার বিকাশ ঘটিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
মাননীয় উপাচার্য ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর আওতায় বিভিন্ন ভিশনারি আইডিয়া উপস্থাপনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০টি টিমকে গড়ে ৫০ হাজার টাকা করে পুরস্কারের চেক হস্তান্তর করেন।
পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই:চবি’তে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ৫ দিন ব্যাপি ‘চৎড়ভবংংরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধস’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১২ মে ২০২৪ সকাল ১০:০০ টায় চবি চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্যদ্বয়। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এর সভাপতিত্বে প্রথম দিনের রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. কমল দে। কর্মশালায় আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুনসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপি কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন নবাগত শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।
মাননীয় উপাচার্য চবি বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে নতুন যোগদানকৃত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষকতা এমন একটি পেশা যেখানে পাওয়ার চেয়ে দেয়ার ভাগ বেশী। আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে জাতির কাছে শিক্ষকদের দায়বদ্ধতা অনেক। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা তাঁদের মেধা ও প্রজ্ঞার পরিপূর্ণ প্রতিফলন ঘটিয়ে পাঠদানে আধুনিক কলাকৌশল প্রয়োগ করে আলোকিত মানবসম্পদ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন এটাই প্রত্যাশিত। মাননীয় উপাচার্য বলেন, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে নিজেদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি ‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণের প্রথম দিনে নবাগত শিক্ষকবৃন্দ মাননীয় উপাচার্যকে তাদের নিজ নিজ পরিচয় উপস্থাপন করেন।