কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজু। ৪৪টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ২৯৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী রুমানা আকতার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫৩৪ ভোট।
মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।
শাফায়েত আজিজ রাজু পেকুয়া উপজেলার প্রথম চেয়ারম্যান। ইতোপূর্বে দু’বার পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারসহ তিনবার বিজয়ী হওয়ায় তিনি চেয়ারম্যান পদে হ্যাট্টিক বিজয় অর্জন করেছেন।
জানা গেছে, পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর রাজুকে উপজেলা বিএনপির পদ থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য, শাফায়েত আজিজ রাজু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদুল করিম চৌধুরীর জৈষ্ঠ ছেলে।