শামসু উদ্দীন, টেকনাফ:
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। শেষ মুহুর্তে সরগম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। প্রার্থীরা আটঘাট বেঁধে তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন। ভোটারদের ধারে ধারেও যাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা রকম ফুলঝুরি প্রতিশ্রæতি। ফলে নির্বাচনী মাঠ হয়ে উঠছে ব্যাপক সরগম।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাটবাজার, অলিগলিসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো। সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।ভোটারদের মন জয় করতে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। ভোটারদের কাছ থেকে সাড়া পেয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থীরা।
নির্বাচনী সভায় প্রতিদ্বন্দী প্রার্থীর পক্ষ-বিপক্ষ বক্তব্য নিয়ে চলছে চরম উত্তেজনা। পাশাপাশি নির্বাচনী প্রচারনায় বখাটে ও কিশোর গ্যাংয়ের দৌরাত্মে কোণঠাসা হয়ে পড়েছেন সমর্থক ও সাধারন ভোটাররা।
টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ (আনারস) প্রতীক, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (টেরিফোন), দিদারুল আলম দিদার (মোটরসাইকেল) প্রতীক নিয়ে এ তিন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন (মাইক), সরওয়ার আলম(টিউবওয়েল), আবু ছিদ্দিক আবু (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি (পদ্মফুল), মরজিনা আকতার (ফুটবল), গোলাপজান আকতার গোলাপী (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা (সাবেক উপজেলা চেয়ারম্যান) জাফর আহমদ বলেন, আমি দীর্ঘদিনের পরিক্ষিত জনপ্রতিনিধি। এলাকার জনগন আমার সাথে আছেন। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করবো। উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান নুরুল আলম বলেন, জনগণের সমর্থন নিয়ে আমি এবারও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
টেকনাফ উপজেলা নির্বাচন: চলছে চরম উত্তেজনা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন