শফিউণল আলম, রাউজান ঃ চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীম উদ্বতকরন ও স্পট রেজিষ্টেশন কার্যক্রম অনুষ্টিত হয়। ্ গতকাল ২৫ মে শনিবার দুপুরে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির রাউজান জলিল নগরস্থ কার্যলয়ে সর্বজনীন পেনশন স্কীম উদ্বতকরন ও স্পট রেজিষ্টেশন কার্যক্রম অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মৈয়দ হোসেন কোম্পানী । সংগঠনের কর্মকর্তা মনসুর রহমানের গঞ্চলনায় অনুষ্টিত সর্বজনীন পেনশন স্কীম উদ্বতকরন ও স্পট রেজিষ্টেশন কার্যক্রম অনুষ্টানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । সর্বজনীন পেনশন স্কীম উদ্বতকরন ও স্পট রেজিষ্টেশন কার্যক্রম অনুষ্টানে বিশেন অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । অনুষ্টানে মালিক সমিতির নেতৃবৃন্দ্বের মধ্যে আরো বক্তব্য রাখেন নবীদুল আলম, অিিশষ বড়ুয়া, আমিনুল হক কোম্পানী, হারুন কোম্পানী, ফজলুল করিম, ইখতেয়ার উদ্দিন, ফোরকান মেম্বার শুমিক নেতা মোঃ ইউনুছ, খোরশেদুল আলম প্রমুখ ।
রাঙ্গামাটি মোটর মালিক সমিতির উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীম স্পট রেজিষ্টেশন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন