শফিউল আলম,রাউজানঃচট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে । শিক্ষার মান উন্নয়নে সকল ধরনের সহায়তা করা হয়েছে । রাউজানের ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে ক্জা করবে । রাউজানের সুনাম বৃদ্বি করবে । বিট্রিশ বিরোধী আন্দেলনের অগ্রনায়ক বিপ্লবী মাস্ট্রার দা সুর্যসেনের জম্মভুমি রাউজান । দেশ বিদেশে রাউজানের সুনাম ছিল এক সময়ে । রাজনৈতিক দলের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের কারনে এক সময়ে রাউজানের সুনাম ক্ষুন্ন হয়। বর্তমান সরকারের ,শাসন আমলে রাউজানে কোন সন্ত্রাসী কর্মকান্ড নেই, শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীরা নির্ভয়ে লেখপড়া করছে। রাউজানে শিক্ষার মান উন্নয়ন হওয়ায় রাউজানের সুনাম দেশ ও বিশ্বে ছড়িয়ে পড়ছে । এই ধারাবাহিকতাকে সকলকে ধরে রাখতে হবে । বর্তমান সরকারের শাসন আমলে রাউজানে দপে দপে ২৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে । এবৎসর বর্ষার মৌসুমে রাউজান ১লাখ ৭৫ হাজার গাছের চারা রোপন করা হবে । গতকাল ১০ জুন সোমবার দুপুরে রাউজান সুরেশ বিদ্যায়তনের কৃতি শিক্ষার্থীদের সংবধনা ও পুরস্কার বিতরনী সভা, অভিভাবক সমাবেশ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেল্ াআওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা নির্ব্হাী অফিসার অংগজ্যাই মারমা, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রনজিৎ কুমার দে, রাউজান থানার ওসি জাহিদ হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক বিষু কুমার চৌধুরী।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন