শফিউল আলম,রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজানে কোরবানীর পশুর হাটে কোরবানীর পশু কেনাকাটা শুরু হয়েছে।। রাউজানে ২২টি কোরবানীর পশুর হাট বসবে । কোরবানীর পশুর হাটের মধ্যে রয়েছে হলদিয়া ইউনিয়নের আমির হাট, জানিপাথর বাজার,ফকির হাট বাজার, বইজ্যার হাট,উত্তর সর্তা দরগাহ ছড়ি বাজার ডাবুয়া ইউনিয়নের হিংগলা মুছা শাহ বাজার,চিকদাইর ইউনিয়নের হক বাজার, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর বাশডুয়াতল বাজার, নতুন হাট, গহিরা ইউনিয়নের দলই নগর স্কুল মাঠ, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল বাজার, ফকির হাট বাজারের কোরবানীর পশুর হাট বসবে রাউজান আদালত ভবন মাঠ, রাউজান ইউনিয়নের রমজান আলী হাট, নাতোয়ান বাগিচা বাজার, কদলপুর আশরফ আলী চৌধুরী হাট, ঈশান ভট্টের হাট, পাহাড়তলী ইউনিয়নের গৌরি শংকর হাট, বদুপাড়া পিংক সিটি মাট, বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়া হাট, লাম্বুর হাট বাজার, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট বাজার, কচুখাইন মিয়া আলী হাট, উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার, আলা মিয়ার হাট বাজার, কেরানী হাট, পশ্চিম গুজরা ইউনিয়নের রঘুনন্দন চৌধুরী হাট, বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া হাট। গতকাল ১১ জুন মঙ্গলবার বিকালে রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট, ৭নং রাউজান ইউনিয়নের নাতোয়ান বাগিচা, ডাবুয়া ইউনিয়নের হিংগলা মুছা শাহ বাজারে কোরবানীর পশুর হাট বসে । পশুর হাটে বিভিন্ন সাইজের গরু, মহিষ, ছাগল বিক্রয় করতে আনে ক্রেতারা। পশুরহাটে বিপুল পরিমান গরু, মহিষ,ছাগল আসলে ও ক্রেতারা বাজারে গিয়ে গরু, মহিষের মালিকদের সাথে গরু, মহিষ,ছাগলের দাম দর কষাকষি করতে দেখা যায় । কেনাকাটা হয়েছে খুবই কম। ছোট সাইজের গরু ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা,মাঝারী গরু একলাখ টাকা থেকে দেড়লাখ ট্াকা, বড় সাইজের গরু ২লাখ টাকা থেকে ৪লাখ টাকা দাম হাকছেন বিক্রেতারা । রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডঃ জয়িতা বসু জানান, রাউজান উপজেলার ১৪টি ইউনিসয়ন ও পৌর এলাকায় ৪শত ৩৩টি ডেইরী ফার্মে গরু, মহিষ, ছাগল ভেড়া কোরবানীর জন্য বিক্রয করতে মজুদ রয়েছে ৪১ হাজার ২৯ টি। তার মধ্যে ২৮ হাজার ৪শত ৬০টি গরু,১হাজার ৫৭টি মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে ১১ হাজার ৫শত ১০টি। ডেইরী ফার্ম ছাড়া ও রাউজানের প্রতিটি এলাকায় লোকজন কোরবানীর মৌসুমে বিক্রয় করতে গরু মহিষ লালন পালন করে মজুদ করে রেখেছে । কোরবানীর পশুর হাটে ঝামেলা এড়াতে অনেক লোক ডেইরী ফার্ম ও এলাকার লোকজনের গৃহপালিত গরু আগাম ক্রয় করছে । কোরবানী উপলক্ষে এবার কোরবানীর পশুর দাম হাকছে বেশী গরুর মালিকরা । কোরবানীর পশুর হাটে গরু,মহিষের দাম চড়া থাকবে না কমবে এনিয়ে এলাকায় সাধারন মানুষের মধ্যে প্রুিতদিন হাট বাজার, চায়ের দোকান, অলিগলিতে চলছে ব্য্পাক জল্পনা কল্পনা । রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডঃ জয়িতা বসু বলেন, হাট বাজারে কোরবানীর পশুর হাটে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহকারী চিকিৎসক সহ আমি দায়িত্ব পালন করছি। । যাতে কোন রোগাক্রান্ত গরু মহিষ বিক্রয় করতে প্রতিহত করার জন্য।
রাউজানে কোরবানির পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন