সভাপতি সমলেন্দু, সম্পাদক ডাঃ রতন
মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।
কাপ্তাই উপজেলাধীন প্রাগৈহাসিক শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়। সাধারণ সভার মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সমলেন্দু বিকাশ দাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ রতন কান্তি দাশ। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
এরআগে শুক্রবার (১৪ জুন) দুপুরে সীতা দেবী নাট মন্দিরে আহবায়ক কমিটির আহবানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির আহবায়ক সমলেন্দু বিকাশ দাশ। সদস্য সচিব ডাঃ রতন কান্তি বিশ্বাসের সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুর্বণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অজয় সেন ধনা ও সাগর চক্রবর্তী, শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি রতন দাশ ও সমীর প্রসাদ ধর, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ, চন্দ্রঘোনা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উত্তম মল্লিক, মহিলা সম্পাদিকা শিপ্রা লোধ, কাপ্তাই ব্রিকফিল্ড সার্বজনীন মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জনার্দন দাশ, সাধারণ সম্পাদক শ্রীবাস দাশ, জাগো হিন্দু পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি উদয় শংকর পাল বাপ্পি, সাধারণ সম্পাদক সুব্রত দাশ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গীতাপাঠ করেন শ্রী শ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।
কাপ্তাই সীতা দেবী মন্দিরের নতুন কমিটি গঠন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন