কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থেকে এক পলাতক আসামি আকাশ কর (২৬) কে আটক করা হয়েছে। কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, গত বৃহস্পতিবার(১৩ জুন) রাত প্রায় সাড়ে ১০ টায় কাপ্তাই থানার এসআই রাজীব বড়ুয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলা নং-০৫, তারিখ- ২৪/০২/২০২৪ইং এর পলাতক আসামী আকাশ করকে চট্টগ্রাম সিএমপির আওতাধীন বাকলিয়া থানা এলাকা থেকে আটক করা হয়।
ওসি আরও জানান, পৃথক অপর এক অভিযানে একইদিন রাত ৯টা ৫০ মিনিটে থানার এসআই দীপংকর কুমার শীল, সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেশম বাগান তনচংগ্যা পাড়া এলাকা থেকে চোলাইমদ পান করে বেসামাল অবস্থায় মা-বাবাকে মারধর করা সহ এলাকায় শান্তি শৃংখলা বিঘ্ন ঘটানোর কারনে সজীব তনচংগ্যা (৩১) কে
আটক করা হয়। আটক আসামীদের শুক্রবার(১৪ জুন) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
কাপ্তাই পুলিশের অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামি আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন