প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে সহস্র শিক্ষার্থী অংশ নিয়ে কোটাবিরোধী স্লোগান দেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান দেয়। এবং কোটা বহালে হাইকোর্টের আদেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, কোটা একটি বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠার হাতিয়ার। এর মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা হয়। অবিলম্বে ২০১৮ এর পরিপত্র বহাল করতে হবে।
কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল চেয়ে বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন