শফিউল আলম, রাউজানঃ
বিকালে জাল নিয়ে বের হয়ে রাতে লাশ হয়ে ফিরেছে সাইফুল ইসলাম (১৬)। সোমবার রাতে রাউজানে হালদা নদী সংযুক্ত একটি খাল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তার নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামে। নিহত সাইফুল ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে ও মুদির দোকান কর্মচারী। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকালে মাছ ধরার জাল নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাইফুল। সন্ধ্যায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে রাত ১০টায় ওই কিশোরের বসতঘর থেকে অন্তত ১০০ ফুট দূরত্বে হালদা নদী সংযুক্ত একটি ছোট খালে উপুড় অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, বিকালে জাল নিয়ে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসেনি। পরে ওই কিশোরের লাশ পাওয়া যায়। তার নাক দিয়ে রক্ত ঝড়ছিল। তাই প্রশাসনকে জানানো হয়েছে। লাশ পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার।
মাছ ধরতে গিয়ে ফিরলো লাশ হয়ে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন