শফিউল আলম, রাউজানঃ আগামী ১৯ জুলাই শুক্রবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় সড়কের পাশে ও শিক্ষা প্রতিষ্টান সরকারী বেসরকারী প্রতিষ্টানের আঙ্গিণায় ১লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা রোপন করবেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । একই দিনে ১লাখ ৭০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে রাউজান উপজেলা প্রশাসন,. রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদদপ্তর, বনবিভাগ, রাউজান পৌরসভার মেয়র, কাউন্সিলর, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, রাউজানের প্রতিটি এলাকায় প্রস্তুতি মুলক কাজ করছেন সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্টানের পাশে মাটি খনন করে গর্ত করে খনন করা গর্তে সার দিয়ে রেখেছেন । একই দিনে ১লাখ ৭০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে রাউজান উপজেলা প্রশাসন,. রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদদপ্তর, বনবিভাগ, রাউজান পৌরসভার মেয়র, কাউন্সিলর, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি অংশ গ্রহন করবেন বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি”র একান্ত প্রচেষ্টায় উন্নত জাতের বিভিন্ন প্রজাতির আম, পেয়ারা, লিচু হরিতকি, আমলকি, আমড়া, গাছের চারা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছে । ১লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ড ও রাউজানের ১৪টি ইউনিয়নে ট্রাক যোগে পৃথক পৃথক ভাবে পৌছে দেওয়ার কার্যক্রম চলছে । আগামী ১৯ জুলাই শুক্রবার এক সাথে রাউজানের প্রতিটি এলাকায় ১লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা রোপন কার্যক্রমের ্উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। ঐদিন রাউজানের বিভিন্ন এলঅকায় উপস্থিত হয়ে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ফলদ গাছের চারা রোপন করবেন । পুর্বে একদফে রাউজানে একঘন্টায় ৪লাখ ৮৭ হাজার ফলদ গাছের চারা রোপন করেন, গত বৎসর রাউজানে ৫লাখ গাছের চারা রোপন করা হয় । ১লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা রোপন কার্যক্রমকে সফল করতে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, জগৎ ধর সড়ক সহ বিভিন্ন সড়কের পাশে মাটি খনন করে গর্ত তৈয়ারী করে সার দিয়ে চারা রোপন করার প্রস্তুতি সম্পন্ন করেছেন রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান চৌধুরী। তাকে সহায়তা করছেন কৃষক লীগ নেতা সালাউদ্দিন, যুবলীগ নেতা মোরশেদ আলম।
ছবির ক্যাপশনঃ রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগরে কৃষি জমি মাটি ভরাট করে ভরাট করা কৃষি জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মান করার দৃশ্য
রাউজানের গহিরা দলই নগরে কৃষি ভরাট
শফিউল আলম, রাউজান ঃ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর এলাকায় দৌলত শাহ প্রকাশ দলর দিঘির পাশ্চিম পাশে কৃষি জমি মাটি ভরাট করে আবাসিক ভবন নির্মান করার প্রস্তুতি নিয়েছে এলাকার বাসিন্দ্বা সালাউদ্দিন নামে এক ব্যক্তি। ভরাট করা কৃষি জমির পাশে আর, সি, সি পিলার দিয়ে ইটের গাথুনি করে সীমনা প্রাচীর নির্মান করার কাজ করছেন । এ প্রসঙ্গে কৃষি জমি ভরাট কারী সালাউদ্দিনের কাছে ফোন করে জানতে চাইলে, সালাউদ্দিন বলেন, ভরাট করা কৃষি জমিতে কোন আবাসিক ভবন করবনা । ভরাট করা কৃষি জমিতে কবরস্থান করবো । এ প্রসঙ্গে স্থানীয় মেম্বার জাকের হোসনকে ফোন করে জানতে চাইলে, মেম্বার জাকের হোসেন বলেন, সালাউদ্দিন কৃষি জমি ভরাট করে কবরস্থান করার কথা বলছেন । গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশিকে ফোন করে কৃষি জমি ভরাট করা প্রসঙ্গে জানতে চাইলে, বিষয়টি স্থানীয় মেম্বার জাকের হোসেন জানেন তার কাছ থেকে বিষয়টি জানতে বলেন।
রাউজানে ১লাখ ৭০ হাজার চারা রোপন করবেন ফজলে করিম চৌধুরী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন