মানবজীবন আজ নানাভাবে কলুষতার শিকার। অবক্ষয়ে নিমজ্জিত মানুষকে বাঁচাতে মহানবীর (দ.) বাণী ও নির্দেশনার আলোকে জীবন গঠন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর (দ.) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আলোকিত সমৃদ্ধ ও পুণ্যময় জীবন গড়তে হবে। আমাদের উচিত রাসূলের শেখানো ঐক্যের পথে চলা, আর তা শুরু হওয়া উচিত আমাদের পরিবার থেকে। কারণ এভাবেই তা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রে ছড়িয়ে পড়বে। মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত ও অনুগ্রহ। তিনি আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখান। রাসূলে পাকের (দ.) দুনিয়ায় শুভাগমনের মূল উদ্দেশ্যই হলো একটি শান্তি ও সহাবস্থানপূর্ণ মানবিক বিশ্ব সমাজ গড়ে তোলা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ৯ সেপ্টেম্বর বিকেলে গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি কাঞ্চন নগর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় কাঞ্চন নগর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল বর্ণাঢ্য জুলুস ও আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন।
মাষ্টার মুহাম্মদ জাগির হোসেনের সভাপতিত্বে ডাঃ মুহাম্মদ ইলিয়াছ ও মাষ্টার মুহাম্মদ মজাহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শায়ের মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী। জুলুসে কাঞ্চন নগর ইউনিয়ন গাউসিয়া কমিটির ৯টি ওয়ার্ড ও ৩টি ইউনিটের সাথে সর্বস্তরের সুন্নি সংগঠন কর্মিসহ প্রত্যন্ত অঞ্চল হতে আগত হাজার হাজার নবী প্রেমিক মুসলমানগণ কাঞ্চন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ কাঞ্চন নগর জনতা বাজার সংলগ্ন এস.এ প্লাজা আল মদিনা মডেল মাদ্রাসা সমানে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মিলাদ কিয়ামের মাধ্যমে দেশ ও জাতির কল্যান কামনায় মুনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা আবুল মনচুর, মাও মহিউদ্দিন, মাও শহিদুল্লাহ, মাওলানা মঈন উদ্দীন ,মাওলানা হাসানুল করিম, মোঃ জসিম উদ্দিন, হাফেজ হাসান রেজা, মাওলানা মামুনুর রশীদ, ২নং ওয়ার্ড গাউসিয়া কমিটি সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন সালাউদ্দিন, মুহাম্মদ ইউচুপ আহমেদ, মুহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ জাহেদ হোসেন, এম এ করিম, ডা. আজিজ, ডা. ওসমান, মাষ্টার ফারুক, মাস্টার সজিব, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।