ফুটবল ভক্তদের জন্য আজকের দিনের শুরুটা মোটেও ভালো হলো না। একই দিনে দেখতে হলো পছন্দের দুই দলের হার। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হারের পর এবার জিততে পারল না ব্রাজিলও। প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ঘরের মাঠ চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মায়ামির ফুটবলার দিয়াগো গোমেজ। গোল অভিমুখে শট কিংবা পজিশন সব ক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। তবে, কাঙ্খিত সেই গোল পায়নি সেলেসাওরা।
প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুটা খারাপ হয়নি ব্রাজিলের। বেশকিছু সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি দলটির। তবে, ব্রাজিল না পারলেও ঠিকই সাফল্যের দেখা পেয়েছে প্যারাগুয়ে। ম্যাচের ২০তম মিনিটে গোমেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এই গোলটির পেছনে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়দের দায় দেওয়াই যায়। কেননা তাদের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগই লুফে নেয় প্যারাগুয়ে।
ম্যাচের ২৫তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। এন্ড্রিকের বাড়ানো পাস থেকে গোল অভিমুখে শট নেন অ্যারানা। তবে, গোলরক্ষককে ফাঁকি দিলেও প্যারাগুয়ের লেফটব্যাক আলোনসো গোললাইন থেকে বল ফিরিয়ে ব্রাজিলকে হতাশ করেন। এরপর আরও বেশকিছু আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা। যার ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ করে ব্রাজিল। তবে, কিছুতেই সমতায় ফিরতে পারেনি দরিভাল জুনিয়রের শিষ্যরা। গত ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে জয়ের ধারায় ফিরলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পাঁচবারের দেখায় কখনও প্যারাগুয়ের বিপক্ষে হারেনি ব্রাজিল। এবার সেই পরিসংখ্যান পাল্টালো প্যারাগুয়ে।