জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক।
জেলা শাখার আহবায়ক হাজী মোঃ ইলিয়াস দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে।
এমতাবস্থায় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও পূর্ণ গতিশীল করার লক্ষ্যে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) জেলার নেতৃবৃন্দদের আলোচনার ভিক্তিতে জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারেককে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আবেদন করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নূরুল আমিন সিকদার।
তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু সাংগঠনিক কর্মকান্ডের প্রয়োজনে সুপারিশ করলে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই আবেদন অনুমোদন করে কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ তারেক-কে দায়িত্ব প্রদান করেন। যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।
পার্টির দফতর সম্পাদক-০২ এমএ রাজ্জাক খান এই তথ্য নিশ্চিত করেছেন।