চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে (৪০) বছর বয়েসী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন নৌ পুলিশ।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ৪৫ মিনিটের সময় কর্ণফুলী নদীর বন্দর ১৩ নং সেডের সামনের জেটি এবং কেইফ ওরিয়েন্ট নামক বিদেশি জাহাজের মাঝামাঝিতে জায়গাতে লাশটি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি) মো. একরামুল হক।
পুলিশ সূত্রে জানায়, লাশের বয়স অনুমান ৩৫ হতে ৪০ বছর হবে। লম্বা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি। শরীরে পচন ধরেছে। বলা যায় অর্ধগলিত। মাথার চুল নাই। মুখ বিকৃত। পচে যাওয়ায় বুঝা যায় না। মুখমন্ডল গোলাকার। বস্ত্রহীন। কোমরে চিকন সুতা প্যাঁচানো ছিলো।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, ‘লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ উদ্ধার করেন। লাশের পরিচয় সনাক্তে সকলের সহযোগিতা প্রয়োজন। যেহেতু লাশটি অজ্ঞাত।’