কোপা আমেরিকার ফাইনালে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে লিওনেল মেসি। এরপর ছিলেন না ক্লাবের অনুশীলনেও। এমনকি ক্লাব ও জাতীয় দলের কয়েকটি ম্যাচ মিস করেছেন এরই মধ্যে। একই সঙ্গে সম্প্রতি খেলতে পারেননি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের দুটি ম্যাচও। এর মধ্যে মেসির মাঠে ফেরা নিয়ে ছিলো না নিশ্চিত কোনও তথ্য। অবশেষ ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো নিশ্চিত করলেন তারা মাঠে ফেরার খবর।
মিয়ামি কোচ মেসির মাঠে ফেরা নিশ্চিত করে বলেন, আর্জেন্টাইন তারকা মাঠে ফিরছেন আগামীকাল ভোরে। মিয়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে নামছেন তিনি।
মেসির সর্বশেষ অবস্থা নিয়ে মার্টিনো বলেছেন, ‘মেসি এখন ভালো আছে। গতকাল সে অনুশীলনেও ফিরেছে। আমাদের কালকের ম্যাচের পরিকল্পনায় সে আছে। অনুশীলনের পরই তাকে নিয়ে আমাদের কৌশল নির্ধারণ করবো। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে ফিরে পাচ্ছি। তাই এই পরিস্থিতি নিয়ে আমরা খুব খুশি।’
বুধবার অনুশীলন মিস করার পর তাকে নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছিল। কারণ ছিল গলায় সমস্যা। মার্টিনো অবশ্য জানিয়েছেন, এই অসুস্থতা ছিল মাত্র একদিন। বৃহস্পতিবারই মাঠে ফেরেন তিনি।
এরপর শুক্রবার সকালে অনুশীলনেও যোগ দেন, ‘হ্যাঁ, একটা উদ্বেগ তো ছিলই। গোড়ালির চোট থেকে সেরে ওঠার সঙ্গে আবার গলার সমস্যা যুক্ত হয়েছিল। তাতে সে অনুশীলন করতে পারেনি। যদিও এখন সে অনুশীলনে ভালোই করেছে। আমরা সব সময়ই ভেবেছি ফিলাডেলফিয়াই তার ফেরার ম্যাচ। সৌভাগ্যবশত তার অসুস্থতা স্থায়ী ছিল মাত্র একদিন।’
মিয়ামি এখন সাপোর্টার্স শিল্ড ও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। খেলেছে ২৭টি ম্যাচ। এখন তাদের সামনে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের হাতছানি।