বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকায় তিনটি লাশ ভেসে এসেছে। তবে সমুদ্র সৈকতে ভেসে আসা লাশগুলো পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায় গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রথমে একটি লাশ ভেসে আসে। এরপর আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের পাটুোয়ার টেক ও শফির বিল পয়েন্টে লাশ দুইটি ভেসে আসে।
স্থানীয়রা বলছেন গত কয়দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। একারনে অধিকাংশ ফিশিং ট্রলার উপকূলে ফিরতে পারেনি।কক্সবাজারে ১৩ টি ফিশিং ট্রলারে ৫ শতাধিক মাঝিমাল্লা রয়েছে। প্রায় ৫০ ঘন্টা অতিবাহিত হলেও কারো সাথে যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক-দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।
এ ব্যাপারে ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে।
তবে ট্রলার ডুবির ঘটনায় সমুদ্র সৈকতে লাশ ভেসে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।