আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন ও আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায়.জি.আ) বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ) বলেন, বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবী (দ.)’র জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।
আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকাল হতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ বৃহত্তর ফটিকছড়ি উপজেলার উদ্দ্যোগে আজাদীবাজার আজিজিয়া হাশেমীয়া নূরীয়া মাদ্রাসা জামে মসজিদে পবিত্র বক্তারা এসব কথা বলেন। দুপুরে মিলাদ, কিয়াম, মুনাজাত ও তাবারুকের মাধ্যমে সমাপ্ত হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন ও আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) এর সভাপতিত্বে মাওলানা জাফর উদ্দিন কামালী ও মাস্টার আবু হানিফ রিপনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ)। উদ্ভোধক ছিলেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হাসানুদ্দৌলা।
বিশেষ অতিথি ছিলেন আবু আহমদ সওদাগর, আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, এইচ এম মঞ্জুরুল আলম চৌধুরী, রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মাছুমুর রশিদ কাদেরী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জসিম কোম্পানি, তোতা মিয়া, জামাল পাশা কন্ট্রাক্টর, মাওলানা নূর মুহাম্মদ, ডা. খোরশদুল আলম, মাওলানা দীল মুহাম্মদ, ইউনুস কোম্পানি, মাস্টার জাফর মিয়া, মাহাবুবুল আলম, এ.জে.এম. হোসাইন চৌধুরী, মাস্টার সেকান্দার, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাচ্ছান বিন নূরী, কাযী মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ নাছির, মুহাম্মদ তারেক, মুহাম্মদ মামুন, মুহাম্মদ নুরুল ইসলাম, মাস্টার নোমান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা জোবায়ের, মাওলানা ফরিদ, মাওলানা সফওয়ান নূরী, মাওলানা আনোয়ার রেযা, মাস্টার সেলিম,মুহাম্মদ সাইফুল্লাহ আরিফ, নুরুল আবছার প্রমুখ।