ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম জেলায় শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত জুলাই-আগস্ট মাসে সারাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫ উপজেলায় শহীদ ও আহতদের তালিকা সঠিকভাবে উপস্থাপন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নতুন সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি-উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকতা হিমাদ্রী খীসা, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ওমর ফারুক, সমন্বয়ক রিজাউর রহমান ও সমন্বয়ক সাদিক আরমান প্রমুখ।