খাগড়াছড়ির আলুটিলায় কিশোরীকে জিম্মি করে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে আদালত সড়ক হয়ে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সমাবেশ করে।
মিলন ত্রিপুরা সভাপতিত্বে উক্যনু মারমার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সাধারণ শিক্ষার্থী ইশিতা চাকমা, ওয়াপাইং মারমা, ক্রাজাই মারমা, অঞ্জু লাল ত্রিপুরা, চিহ্লাবাই মারমা, উসাগ্য মারমা, নয়ন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীন দেশ বলা হলেও নারী-পুরুষ মাঝে বৈষম্য ও একের পর এক ধর্ষণের প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রামে নারীরা একের পর এক নারী, কিশোর ও মায়েরাও নিরাপদ নয় বলে এতে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।