জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনে ধানের শীষের পক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব আবু সুফিয়ান।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি আজ বলেন, গত ১৭ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলাস্থ সারোয়াতলী ইউনিয়নে সাবেক সাংসদ মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমি এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আমি এবং আমার দল বিএনপি এই ধরণের নিন্দনীয় ও গর্হিত কর্মকান্ড কোনভাবেই সমর্থন করিনা। বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে নয় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম ছিল মানুষের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তোলা।
তিনি আরোও বলেন, ৫ আগষ্ট এর পর থেকে একটি গোষ্ঠি দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিকান্ড, লুটপাট সহ নানা ধরণের নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে বিএনপি ও বিএনপির নেতাকর্মীদের উপর দায় চাপানোর অপচেষ্টায় লিপ্ত। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা জনগণের পাশে আছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলনও অব্যাহত থাকবে। হিংসা ও বিদ্বেষের বিষবাষ্প না ছড়িয়ে আমরা সবাইকে নিয়ে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।