চেন্নাইয়ে টস ভাগ্য সঙ্গ দিল বাংলাদেশেকে। কিন্তু সবাইকে অবাক করে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠালেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেই দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ আঁটসাঁট লাইন-লেন্থে বল করে চাপে ফেলেছে ভারতীয় ব্যাটারদের। যে চাপে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারাল ভারত।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। টাইগার পেসার হাসান মাহমুদ এরই মধ্যে সাজঘরে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে।
ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে ১০ বলে ৬ রান করা রোহিতকে ফেরান হাসান। স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুলের হাতে।