চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকারের পথ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। প্রতিটি ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের অনুসারীরা অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন যুগ যুগ ধরে। তাই ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।
আজ ০৯ অক্টোবর (বুধবার) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বায়েজীদ থানাধীন ৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ চালিতাতলী শীল সংঘ পরিষদ এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি অনুষ্ঠানে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি আরোও বলেন, বিগত দিনে আমরা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখেছি। পতিত আওয়ামীলীগ সংখ্যালঘুদের পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতো। তারা বুঝানোর চেষ্টা করতো সংখ্যালঘুরা শুধুমাত্র আওয়ামীলীগ এর হাতেই নিরাপদ। অথচ তাদের শাসনামলেই সনাতন সম্প্রদায়ের মানুষ বেশী অত্যাচারিত হয়েছে। এখনো তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের এসকল অশুভ তৎপরতা আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। বিএনপি গণমানুষের দল। আমরা সবার ধর্মীয় অধিকার ও মূল্যবোধে বিশ্বাসী। তাই সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের মূল পরিচয় আমরা সবাই মানুষ এবং বাংলাদেশী। এই দেশ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের। একটি উদার, গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকল ধর্মের মানুষকে একত্রে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, বায়েজীদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সভাপতি ও থানা বিএনপির ক্রীড়া সম্পাদক লিয়াকত আলি জসিম। এসময় উপস্থিত ছিলেন শীলবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রদীপ শীল, সম্পাদক শ্রী দীপক শীল, হিমাংশু শীল, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু, যুগ্ম সম্পাদক ওসমান গণি, কোষাধ্যক্ষ বেলাল সর্দার, বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা,বায়েজিদ থানা সেচ্ছাসেবক দল সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পাঁচলাইশ থানা সেচ্ছাসেবক দল সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের আহবায়ক এস এম নোমান, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ খান টিপু, পাঁচলাইশ থানা ছাত্রদলের সি: যুগ্ম আহবায়ক মো: সাগর সহ অসংখ্য নেতৃবৃন্দ, অতিথি ও শীল বাড়ির সর্ব জনসাধারণ।