চট্টগ্রামস্থ চকবাজার কুটুমবাড়ী কনফারেন্স হলে, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শনিবার (১২ অক্টোবর) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী সোহেল এর সঞ্চালনায়, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে, মতবিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রনি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলো। আরো উপস্থিত ছিলেন ডা: সুমাইয়া জাহান জান্নাত, রিয়াদ খান,কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না,আনোয়ার হোসেন,পারভীন আক্তার ফারহানা, নজরুল ইসলাম রাসেল,আলী আকবর,শেখ মোহাম্মদ তানবীর,ওবায়দুর রহমান(এমন), সোহেল,আনোয়ার হোসেন,রুবেল,মোঃ মাহির, মোস্তফা, শুয়াইব, মিম ইসলাম মুক্তা ,ইকতিদার প্রমূখ।
প্রধান অতিথি শাহেদ চৌধুরী জুলাই,আগষ্ট ও বিগত ১৭ বছরের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন,জিয়া সাইবার ফোর্স হচ্ছে অনলাইন নির্ভর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য প্রতিরক্ষামুলক একটি প্রতিষ্ঠান।সত্যের উন্মোচন,তথ্য অনুসন্ধানকামী এই প্রতিষ্ঠান গঠিত হয়েছে নবীন, প্রবীণ, ছাত্র পেশাজীবীদের সমন্বয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনকে দেশব্যাপী তৃণমূল থেকে সর্ব উচ্চ পর্যায়ে ডিজিটালাইজড কানেক্টেভিটি তৈরী করে দেওয়ার স্বপ্ন নিয়ে অচিরেই কাজ শুরু করবে বলে আশাব্যক্ত করেন।


